প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ PM
তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে বৈষম্য নিরসন না হলে আগামী ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সচেতন ছাত্র সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলা বিভাগের ছাত্র রবিউল আলম সংবাদ সম্মেলনে জানান, তাবলীগ জামায়াত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক, যা সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত কয়েক বছর ধরে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে। যার ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এটি মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে। সেইসঙ্গে তাবলীগ জামায়াতের দুটি গ্রুপের মধ্যে একটি পক্ষ বৈষম্যের শিকার হচ্ছে। তাই সচেতন ছাত্র সমাজ ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে জোড়, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা, উভয়পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাবনা উত্থাপন করা হয়।
সেইসঙ্গে ২০ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিসহ সচেতন নাগরিকদের নিয়ে জোরালো আন্দোলন কর্মসূচি গড়ে তোলার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র সমাজ রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী, মাওলানা কেরামত আলী অনার্স কলেজের শিক্ষার্থী নুরুজ্জামান নুরসহ অন্যরা।
আজকালের খবর/ওআর