শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন, জাফরী সভাপতি, দেবাশীষ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:৩২ PM আপডেট: ১৬.০১.২০২৫ ৫:৪৫ PM
সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

গত মঙ্গলবার এবিসি’র নিজ কার্যালয়ে সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি চৌধুরী ফ্রি-ল্যান্সার উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী এবং মহাসচিব যমুনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এর আগে ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে শুক্রবার (১০ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে এবিসি’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।  

প্রথম বার্ষিক সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ২৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরীকে সভাপতি ও দেবাশীষ রঞ্জন সরকারকে মহাসচিব নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। 

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ সালের ৭ জুন যাত্রা শুরু করে। 

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি- সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি ), যুগ্ম সম্পাদক- শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ- রাজেশ রঞ্জন সরকার (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক- আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক- ডক্টর রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক- রিফাত শিশির (এসএ টিভি), ক্রীড়া সম্পাদক- নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক- রাশিদ কামাল, দপ্তর সম্পাদক -সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক- তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট  বিষয়ক সম্পাদক- রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক- মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক- সাবরিনা চৌধুরী (এসএ টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft