শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বহিরাগতদের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:১৬ PM আপডেট: ১৬.০১.২০২৫ ৫:৩১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বহিরাগত এক শিক্ষার্থীর দ্বারা হামলার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানেই সমাবেশ করে তারা।

এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন,  আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ মানুষের  টাকায় চলে, এখানে বাংলাদেশের মানুষ আসবে এটা আমরা প্রত্যাশা করছি এবং আমরা তাদেরকে কোন বাধা ও দিচ্ছি না কিন্তু মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কোন পার্ক না। কিন্তু বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্ক এবং বারের মতো করে ব্যবহার করে। এটা অনেক লজ্জার। বহিরাগতরা ক্যাম্পাসে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আমরা এই সকল ঘটনার নিন্দা জানাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে  একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এজন্য যা যা করা দরকার তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করার আহ্বান জানাচ্ছি।

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, আমরা হুসনি মুবারকের ওপর হওয়া এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।হামলাকারী উগ্রতা ও কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে প্রতীয়মান করে।আমরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি যাতে পরবর্তীতে কেউ এমন সাহস করতে না পারে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি  ফিল্ডওয়ার্কের সময় হুসনি মুবারক ও তার সহপাঠীরা দুইজন বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি সহকারী প্রক্টরকে জানালে বহিরাগত শিক্ষার্থী ছিবগাতুল্লাহ আল ছামি তার ওপর অতর্কিত হামলা চালায়।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
ইউটিউবে আসছে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft