শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
টেকনাফে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, গাঁজাসহ আটক ৬
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৪:৩৬ PM
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ১৩০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, গাঁজাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি সাম্পান নৌকা জব্দ করা হয়। 

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিআরএম-৩ হতে আনুমানিক ০৩ কি. মি. দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা হতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা নুর হাবিবের ছেলে মো. ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), আব্দুল মোনাফের ছেলে মো. বুখার উদ্দিন (৩০), জহির আহাম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২১), লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১) ও কুতুপালং এফডিএমএন ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন।

বিজিবির ওই কর্মকর্তা জানান, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে নিজস্ব গোয়েন্দা তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ সাপেক্ষে বিআরএম-৩ হতে আনুমানিক ৩ কি. মি. দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা দিয়ে মায়ানমার হতে ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে আসা মাদকের একটি চালান গতিবিধি শনাক্ত করা হয়। সন্দেহভাজন নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে ২ বিজিবির একটি বিশেষ দল জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে অভিযান পরিচালনা করে। এসময় গভীর সাগরে নৌকাটি ধাওয়া দিয়ে মাদক পাচারকারী দলটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকসহ ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

তিনি আরো বলেন, অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে নৌকাটিও জব্দ করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে মিয়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্য সামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে যুক্ত। 

আটকদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft