শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
আজকেই টাকা না দিলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২:৪৮ PM
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের অনুশীলন বাতিল। বুধবার (১৫ জানুয়ারি) এই ঘটনায় সরগরম ছিল দেশের ক্রিকেটপাড়া। এবার দুর্বার রাজশাহী কর্তৃপক্ষকে বেশ কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের মধ্যে প্রতিশ্রুত টাকা না দিলে বাতিল করা হবে তাদের ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।  চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।

তবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখন পর্যন্ত কোনো টাকাই পাননি। আর তাই বাধ্য হয়ে গতকাল অনুশীলন বাতিল করে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। তবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আশ্বাসে আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেন রাজশাহীর ক্রিকেটাররা। অনুশীলন শেষে দলের ম্যানেজার মেহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, খেলোয়াড়েরা মানসিকভাবে ঠিকঠাক আছেন। আজকের মধ্যে তারা প্রতিশ্রুত টাকা পেয়ে যাবেন।

তবে বিসিবি থেকে বেশ কড়া বার্তা পেয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে গতকাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। এনামুলের মাধ্যমে দলের ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি ফারুক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে দিয়েছেন কড়া আলটিমেটাম।

খেলোয়াড়দের সময়মতো টাকা দিতে না পারায় বোর্ড সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের বলেন, আজকের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা নগদ দিতে হবে। এ ছাড়া ২৫ শতাংশ টাকার চেক দিতে হবে, যা আগামী তিন কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য। 

তা না হলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলেও জানিয়ে দিয়েছেন সভাপতি। বোর্ড সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে কাল সন্ধ্যায় জুম মিটিং করে এ ব্যাপারে অন্য বোর্ড পরিচালকদের মতামত নিয়েছেন ফারুক।


আজকালের খবর/ এমকে    








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft