শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
তিন ছিনতাইকারীকে গণধোলাই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:২৮ AM
বগুড়ার আদমদীঘিতে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে একজনের পায়ের রগ কেটে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের হেফাজতে নিলেও বুধবারও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

আটককৃত ছিনতাইকারীরা হলেন-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে রাজু পালোয়ান (৩১), একই এলাকার খোকা মিয়ার ছেলে কলম (৩০) ও চয়েন চৌকিদারের ছেলে বাঁধন (২৬)।
 
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে রাজু পালোয়ান ও কলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাঁধনকে নওগাঁ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। সেই সাথে আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোন সেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেন জানান, তিনি তিলকপুর বটতলায় ‘এমরান অটো ব্যাটারি হাউজে’র মালিক, পাশাপাশি তিনি বিকাশের এজেন্ট। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।

এ সময় বাড়ির কাছে পৌঁছামাত্র তিন ছিনতাইকারী তার হাতে থাকা টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। তিনি চিৎকার দিলে স্থানীয় জনতা ধাওয়া করে বাঁধন নামের এক ছিনতাইকারীকে আটক করলেও অন্য দুইজন মোটরসাইকেলযোগে আদমদীঘি উপজেলায় পালিয়ে যায়। 

ধাওয়া করা জনতা মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় ছিনতাইকারিদের বিষয়টি জানিয়ে দেন। মুহূর্তের মধ্যেই শত শত লোকজন বেড়িয়ে এসে আদমদীঘির আমইল গ্রামের সাইদুলের দোকানের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী রাজু পালোয়ান ও কলমকে আটক করে গণধোলাই দেন।

একপর্যায়ে সেই বিক্ষুদ্ধ জনতা ছিনতাইকারি রাজুর পায়ের রগ কেটে দেয়। এরপর আটককৃদের আহত অবস্থায় পুলিশে সোর্পদ করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে আদমদীঘি, আক্কেলপুর ও জয়পুরহাটসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ ঘটনাটি আক্কেলপুর থানা এলাকায় হওয়ায় সেখানেই মামলা বা অভিযোগ দায়ের হবে।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft