শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
নগদ টাকার সংকট বেড়েছে ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:২৫ AM
ব্যাংকে নগদ অর্থের সংকট আবার কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে টাকার জোগান বাড়েনি। যে কারণে ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে। 

সংকটে থাকা ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে সুদের হার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কলমানি মার্কেটে এক দিনের ধারের সুদের হার আগের মতোই সর্বোচ্চ ১১ শতাংশে স্থির ছিল। কিন্তু স্বল্পমেয়াদি ধারের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

এদিকে মেয়াদি ধারের সুদহারও সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানি থেকে ধারের প্রবণতা বেড়েছে। এদিকে বাজারে টাকার প্রবাহ ওই হারে না থাকায় সুদের হার সামান্য বেড়েছে। 

বুধবার কলমানি মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ধারে লেনদেন হয়েছে ৯০৫ কোটি টাকা। মেয়াদি ধারে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা। 

এদিকে ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক সোমবার ধার দিয়েছে ৩ হাজার কোটি টাকা ও মঙ্গলবার ধার দিয়েছে ৭ হাজার ৪০০ কোটি টাকা। এতে সুদহার ছিল ৭ শতাংশ থেকে সাড়ে ১১ শতাংশ। 


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft