শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
কৃষি গবেষণায় টেকসই উন্নয়নে আরডিএ ও এসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:২৭ PM
উন্নত জাত উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষি গবেষণার টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া (আরডিএ) ও এসিআই এর সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বুধবার একাডেমীর হলরুমে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার পক্ষে মহাপরিচালক ড. এ. কে. এম অলি উল্ল্যা ও এসিআই কোম্পনীর পক্ষে  এগ্রি বিজনেজ ডিভিশনের চেয়ারম্যান  ড. এফ. এইচ আনছারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, উপ-পরিচালক রেবেকা সুলতানা, আরডিএ, বিভিন্ন ইউনিটের পরিচালক, যুগ্ম-পরিচালক এবং ইউনিট ইনচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। এই অংশীদারত্বের মাধ্যমে আরডিএ এবং এসিআই যে সব ক্ষেত্রে উপকৃত হবে, তা হলো- হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আরডিএ-এর সুবিধাভোগীদের সক্ষমতা বৃদ্ধি। বিশ্ব-মানের ফসল প্রদর্শনীর মাধ্যমে আরডিএ-এর দৃশ্যমানতা বৃদ্ধি। স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আরডিএ ও এসিআই-এর বিজ্ঞানীদের ঘনিষ্ঠ সহযোগিতা, কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও উদ্ভাবনী সমাধান বিনিময়ের সুযোগ। উন্নত গবেষণার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নতুন জাত উদ্ভাবন। অত্যাধুনিক গবেষণা অবকাঠামো ও প্রদর্শনী স্থাপন করে বিদেশি বিশেষজ্ঞ ও অতিথিদের আকৃষ্ট করা। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় অবদান রেখে বৃহত্তর জনগোষ্ঠীকে উপকৃত করা। সরকারি-বেসরকারি সহযোগিতাকে শক্তিশালী করা এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা। এই সমঝোতা স্মারক বাংলাদেশের কৃষি খাতে উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসিআই সবসময় কৃষি খাতে উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আরডিএ-এর মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এসিআই উদ্ভাবিত বিভিন্ন সবজি ফসলের জাত ইতোমধ্যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময় প্রাইভেট সেক্টরের সরবরাহকৃত হাইব্রিড সবজি বীজের প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে সংগ্রহ করা হতো। বর্তমানে, সবজি বীজের একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয়ভাবে উৎপাদন করে সরবরাহ করা হচ্ছে, যা দেশের বীজ শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft