শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথিফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ PM আপডেট: ১৫.০১.২০২৫ ৮:১৯ PM
আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সঙ্গে সাথিফসল চাষাবাদ-শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আজ বুধবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। 

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ইশ্বরদী, পাবনার আয়োজনে ও আখের সঙ্গে সাথিফসল হিসাবে, ডাল, সলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বিএসআরআই, ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির, বিশেষ অতিথি বিএসআরআই ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রজনন বিভাগের প্রধান ড. মো. আনিছুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, ঠাকুরগাঁও আরএসআরএস এর ইনচার্জ ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সোহরাব হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ লি. এর জি.এম (কৃষি) মো. আবু রায়হান, স্থানীয় আখচাষি মো. তোফাজ্জল ইসলাম, ইয়াকুব আলী, আনসার আলী, ঠাকুরগওা সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান রতন প্রমুখ।  

এ সময় ওই এলাকার কৃষক মেফাজ্জল ইসলামের আখের সাথে পেয়াজ, মুগডাল, আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখের সাথে সাথীফসল চাষাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করেন। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft