প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে চুরির ঘটনা সংঘটতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা সংঘটিত হয়।
সরজমিনে গেলে আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, আমি প্রতিদিনের মতো রাতে বাবার পুজো দিয়ে ঘুমিয়ে যাই। রাতে দু’জন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙ্গে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সর মধ্যে দুটির তালা ভেঙে টাকা নিয়ে যায় এবং একটি দানবক্সের তালা ভাঙতে না পেরে পুরো দানবাক্সটি তুলে নিয়ে যায়। যা মন্দিরের সিসি টিভির ফোটেজে দেখা যায়। এ ছাড়াও লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূলব্যান জিনিসপত্র নিয়ে যায়।
লোকনাথ আশ্রমের সভাপতি সমর বনিক বলেন, তিনটি দানবাক্সের কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণসহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশাকরি নবীনগর থানা পুলিশ চোরকে ধরতে পারবেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি ঘটনার আলামত সংগ্রহ করেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
আজকালের খবর/ওআর