প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪০ PM আপডেট: ১৫.০১.২০২৫ ৭:৪২ PM
ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ও নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাঁটা, আলোচনা সভা, অসহায়-দুঃস্থদের শীতবস্ত্র উপহার এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক স্বেচ্ছাসেবী মহৎ কাজ করেন। তারা নিঃস্বার্থে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই স্বেচ্ছাসেবীরাই সামাজিক বিভিন্ন অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ অধিকাংশ স্বেচ্ছাসেবীই কিশোর-তরুণ এবং যুবক। তারা সচেতন হলেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। একটি সুন্দর সমাজ গড়া গেলেই একটি সুন্দর রাষ্ট্র গড়া অনেকটা সহজ হয়ে যায়।
লালফুলের সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে লালফুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান মাস্টার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি মো. এসহাক, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, সমাজসেবক মো. জসিম উদ্দিন তরী, লালমোহন রিপোর্টার্স ইউনিটির অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, লালফুলের অন্যান্য সদস্য এবং ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর