প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৩৮ PM আপডেট: ১৫.০১.২০২৫ ৬:৩৪ PM
যথাযথ মর্যাদায় জাতীয় দিবসসমূহ উদযাপন সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের নিমিতে গঠিত বিদ্যমান স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৫ জানুয়ারি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগের পরিচালক ড. আমানুর আমান স্বাক্ষরিত ১৪ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন করা হয়।
গঠিত কমিটিতে ১ জন আহ্বায়ক, ১২ জন সদস্য ও ১ জন সদস্য সচিব করা হয়। এছাড়াও প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহও অন্যতম সদস্য হিসেবে থাকবেন বলে উল্লেখ করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী। সদস্য হিসেবে রয়েছেন- সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, প্রধান মেডিকেল অফিসার, প্রধান প্রকৌশলী, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান ও স্টেট অফিস প্রধান মো. আলাউদ্দিন।
এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগের পরিচালক ড. আমানুর আমান।
আজকালের খবর/ওআর