শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে : আইজিপি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:৩৪ PM
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেছেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব। তাই পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

শিক্ষানবিশ (এসআই) ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জননিরাপত্তা ও জনসেবা দিয়ে আপনারা এই পরিবর্তিত সমাজের স্বপ্ন সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের আগামীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কারণ পুলিশের উপ-পরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, শতকরা ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্তই আপনারা করে থাকেন। আর পুলিশ তদন্তের ওপরই সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নির্ভর করে। তাই এখন থেকে পাওয়া জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামীতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। এর মধ্যে বেস্ট অ্যাকাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালি এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজে ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশ গ্রহণ করেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft