প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:৪০ PM
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক - বালিকা (অনূর্ধ্ব -১৭) এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন,মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম -আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ,সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার শুকরানা নান্না,যুগ্ম সম্পাদক প্রত্যুষ ধর,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিলাদ আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে মুন্সীবাজার ইউনিয়ন দল কমলগঞ্জ পৌরসভা দলকে ৫-৩ গোলে পরাজিত করে। উদ্বোধনী অপর খেলায় কমলগঞ্জ সদর ইউনিয়ন দল ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।
এ টুর্ণামেন্টে উপজেলার ১০ টি দল অংশগ্রহন করছে।
আজকালের খবর/বিএস