প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:২২ PM
সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তা বেগম (৪০) নামে এক মহিলা মেম্বার মুক্তা বেগমকে মারধর করে তার চার দোকানে বিএনপি নেতারা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী মুক্তা বেগমের বাড়ি উপজেলার মাগুরা ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মধ্য শেখ পাড়া ।
এ বিষয়ে ভুক্তভোগী মহিলা মেম্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- মো. করিম (৪৫), পিতা মো. আ. খালেক, মো. আলাউদ্দিন (৪০), পিতা মো. আয়নাল, মো. সুজন (৩০), পিতা. মো. জামাল হোসেন, মো. সাব্বির (২৫), পিতা মো. আলম, মো. নাজমুল হোসেন (২৪), পিতা: মো. জামসু কালা, মো. সাদ্দাম (৪২), পিতা: মৃত আবু ছাইদ, মো. ছাইদুর (৪৫), পিতা মৃত গুল মাহমুদ, মো. ইব্রাহীম (৩৫), পিতা মৃত আবু ছাইদ, মো. শিবলু (২২), পিতা মো. ঠান্ডু, সর্ব সাং: হামকুড়িয়া, থানা: তাড়াশ, জেলা সিরাজগঞ্জ।
ভুক্তভোগী মুক্তা বেগম বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সহিত আমাদের পরিবারের জায়গা জমি নিয়ে ঝামেলা চলছিলো। ঝামেলাকে কেন্দ্র করে অভিযুক্তরা আমাকে সহ পরিবারের সদস্যগণকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে রাস্তা-ঘাটে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। বিষয়টি আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে মিটাতে চাইলে তারা উল্টো আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। আমি দীর্ঘদিন ধরে তাড়াশ থানাধীন হামকুড়িয়া বাজারের মো. আ. রউফের স-মিলের দক্ষিণ পাশে চায়ের দোকন করে সংসার পরিচালনা করে আসছি। গত শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা দলবদ্ধ হইয়া আমার চায়ের দোকানে গিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে এলোপাতারি মারধর করে এবং দোকানে তালা লাগিয়ে চলে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজকালের খবর/বিএস