প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:৩৮ PM
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর দ্বিতীয় মৌসুম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সিরিজটিতে অভিনয়সহ নানা প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। আলাপে উঠে এসেছে তার ক্যারিয়ার, চলচ্চিত্র ভাবনাসহ নানা প্রসঙ্গ।
‘নিখোঁজ’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এ ধরনের চরিত্র বাংলা কনটেন্টে খুব একটা দেখা যায় না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রথম থেকেই উত্তেজনা ছিল চরিত্রটা নিয়ে।
এখানে পুলিশ শুধুই যে অপরাধ দমন করছে, এমন নয়। চরিত্রটার মধ্যে পুলিশ ও মা পাশাপাশি চলছে। মায়ের জেদ আর পুলিশের দক্ষতা দুটোই এই চরিত্র দাবি করে। খানিকটা সত্য আর অনুভূতির রেষারেষি তুলে ধরার চেষ্টা করেছি এই চরিত্রে। পরিচালককে মাঝেমধ্যেই বলতাম, মা কোথাও বেশি হয়ে যাচ্ছে না তো! আজও কোথাও কোথাও তো ধরে নেওয়া হয়, নারী পুলিশ ততটাও দক্ষ নয় যতটা পুরুষ।
স্বস্তিকার কাছে জানতে চাওয়া হয় কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিয়ে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।
স্বস্তিকা জানান, নতুন বছরে তার লক্ষ্য প্রচুর কাজ করা। মুম্বাইয়ে প্রচুর কাজ করতে চান। এ ছাড়া পশ্চিমবঙ্গে যে সব নির্মাতার সঙ্গে আগে কাজ করেননি, তাদের সঙ্গে সিনেমা বা সিরিজে অভিনয় করতে চান।
আজকালের খবর/বিএস