শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মারা গেছেন চিকিৎসক ডা. শুভাগত চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:৩০ PM
প্রখ্যাত চিকিৎসক ও  অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ান্স ফর সোশ্যাল সার্ভিসেসের (এএনডিএসএস) উপদেষ্টা অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী মারা গেছেন। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে চিকিৎসাবিজ্ঞানের সুপরিচিত এই লেখকের মৃত্যু হয়। অর্ধযুগেরও বেশি সময় ক্যানসারে ভুগছিলেন তিনি।

ডা. শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাসায় শুভাগত চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, উনার কেমোথেরাপি চলছিল। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, বাসাতেই মারা যান।

আমরা তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তার মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হয়েছে। তার দুই মেয়ের একজন কানাডায় এবং অপরজন অস্ট্রেলিয়ায় থাকেন। তারা আসার পর শুক্রবার তার শেষকৃত্য করা হবে।

ডা. শুভাগত চৌধুরী ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন এবং দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি জীবনে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।

চিকিৎসা বিষয়ে গবেষণার জন্য তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে যান। এছাড়াও ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও পশ্চিম আফ্রিকা সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করেন।

তার গবেষণার বিষয় ছিল প্রাণ রসায়ন, পুষ্টি ও চিকিৎসা শিক্ষা পদ্ধতি। তিনি নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য ছিলেন। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে দেশি-বিদেশি গবেষণা সাময়িকীতে শুভাগত চৌধুরীর ৫০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি ছিল তার গবেষণার বিষয়। তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন শেরেবাংলা জাতীয় পুরস্কার।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft