শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
কবিরহাটে শিরিন গার্ডেনে সাংবাদিকদের আলোচনাসভা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:২৮ PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করেছে শিরিন গার্ডেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ৯ঘটিকায় উপজেলার তেঁতুলতলা বাজারে অবস্থিত নোয়াখালীর একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে শহীদ হল নামক কমিউনিটি সেন্টাওে এ আয়োজন সম্পর্ণ হয়।

শিরিন গার্ডেনের সত্তাধিকারী নাসের সিদ্দিকী বলেন, এই কবিরহাট উপজেলার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন ব্যক্তি আনন্দ উপভোগ করার জন্য আর চৌমুহনী বা মাইজদী যেতে হবে না, তাদের কথা চিন্তা করে আমি এখানে এই শিরিন গার্ডেনের উদ্যোগ নিয়েছিলাম, এখানে আমি দেখার মত এবং আনন্দ উপভোগ করার মত অনেক কিছু রেখেছি, যা নোয়াখালীতে আর কোথাও নেই, আমার এখানে একটি শহীদ হল নামে কমিউনিটি সেন্টার করা হয়েছে, এখানে কোন অনুষ্ঠান করতে কোন প্রকার ভাড়া দিতে হবে না, শুধুমাত্র প্রবেশ টিকিটের মূল্য দিতে হবে, এখানে অনুষ্ঠান করতে বাহির থেকে কোন কিছুই আনতে হবেনা, ডেকোরেশন থেকে শুরু করে হাড়ি-পাতিল, বাবুচির্, গরু জবাই স্থান এবং রান্না করার স্থান অত্যাধুনিকভাবে আমি তৈরি করে রেখেছি।

তিনি আরো বলেন, এই শিরিন গার্ডেনে আমি অতি দ্রুত আরো কিছু যোগ করতেছি, সেখানে থাকবে একটি মসজিদ একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি। যে লাইব্রেরিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু-কিশোররা এসে পড়ালেখা করবে, এতে কোন প্রকার টাকা পয়সা দিতে হবে না, এখনে থাকবে অভিজ্ঞ শিক্ষক সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস ও এসির ব্যবস্থা। এখানে অত্যাধুনিক একটি রিসোর্ট করা হবে, দূর দুরান্ত থেকে সবাই এসে এখানে নিরাপদে থাকতে পারবে এবং খেতেও পারবে, এখানে হালাল সুইমিং ফুল ও কমন সুইমিং ফুল করা হবে। এই শিরিন গার্ডেনে ৬০ বছর ও প্রতিবন্ধী সহ সাংবাদিক-পুলিশ প্রবেশ করতে কোন টিকেট লাগবেনা।

প্রধান অতিথির বক্তব্যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন বলেন, আসলে আমি এই শিরিন গার্ডেনে এসে আনন্দিত হলাম এবং ঘুরে ঘুরে দেখে আমি অবাক হলাম এ অজপাড়া গ্রামে এত সুন্দর একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে বলে ও এই শিরিন গার্ডেনের মালিক পক্ষের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বিশ্বাস করি তার সকল পরিকল্পনা শেষ হওয়ার পর নোয়াখালীতে সর্বশ্রেষ্ঠ বিনোদন পার্ক হিসেবে স্থান পাবে এই শিরিন গার্ডেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রেজাউল করিম, জহিরুল হক চৌধুরী জহির, নুর আলম বিপ্লব, মো. হাসান রবিন, আব্দুল্যাহ চৌধুরী, মো. সেলিম, জহিরুল হক জহির সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft