ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কাওসার লস্করকে (৫৫) গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাওসার লস্কার একই এলাকার লুৎফর লস্কারের ছেলে। তাঁর মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে মুখোশধারীরা এসে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাঁকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে গ্রামের লোকজন জড়িত বলে তাঁরা ধারণা করছেন। তিনি তাঁর ছেলে হত্যার বিচার চান।
স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী লোক কাওসার লস্করের বাড়িতে এসে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেট এলাকায় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। পরিবারের লোকজন কাওসার লস্করকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ২০১৪ সালে উপজেলা জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা হয়। কওসার সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজকালের খবর/ এমকে