শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
যেভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে টাকা পাঠাবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:০৬ AM
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’ যুক্ত হয়েছে। যা গত ২ বছরের ধরে ভারতের ১০০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য প্রাথমিক ভাবে চালু করা হয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিষেবা ব্যবহারে বিধিনিষেধের সীমাবদ্ধতাগুলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) তুলে নিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘হোয়াটসঅ্যাপ পে’ এখন থেকে ইউপিআই পরিষেবা প্রদান করবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টাকা আদান-প্রদান করতে পারবে। ‘হোয়াটসঅ্যাপ পে’ লেনদেন স্ট্রিমলাইন করবে। যার কারণে আদান-প্রদানের জন্য এই অ্যাপ থেকে বের হতে হবে না।

যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে

অ্যাকাউন্ট সেটআপ

‘হোয়াটসঅ্যাপ পে’ ব্যবহার করার জন্য আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপ পে সেটআপ করতে হলে ইউপিআই  আইডি যুক্ত করতে হয়। এটি সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। এরপর হোয়াটসঅ্যাপ পে চালু করতে ফোন নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে।

পেমেন্ট পাঠানো

আপনি যেকোনো কন্টাক্টকে পেমেন্ট পাঠাতে পারেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং হোয়াটসঅ্যাপ পে সেটআপ করেছেন। প্রথমে চ্যাট উইন্ডোতে গিয়ে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে। পেমেন্ট পাঠানোর জন্য আপনি ইউপিআই পিন ব্যবহার করবেন যা আপনি ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেট করেছিলেন।

পেমেন্ট গ্রহণ

যিনি পেমেন্ট গ্রহণ করবেন, তাকে ‘হোয়াটসঅ্যাপ পে’ অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। একবার পেমেন্ট গ্রহণের পর টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

নিরাপত্তা


হোয়াটসঅ্যাপ পে নিরাপত্তার জন্য ‘ইউপিআই পিন’ ব্যবহার করে। এটি এক ধরনের পিন কোড যা শুধু ব্যবহারকারী জানেন তাই এটি সুরক্ষিত থাকে। আবার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়, যার মাধ্যমে আপনি যেভাবে আপনার মেসেজ পাঠান, তেমনি আপনার পেমেন্টও সুরক্ষিত থাকে।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft