মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এজেন্ট ব্যাংকের এক কর্মচারীকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে মারধর করে প্রায় ১৬ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইছাপুরা ভবানীপুর সড়কের কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনম ইমরান হোসেন।
অপহরণ ও ছিনতাইয়ের শিকার আফজাল শেখ উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী। তিনি ভবানীরপুর পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত জসিমউদ্দিন শেখের ছেলে।
আফজাল শেখ বলেন, “দুপুরে ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাসে করে ইছাপুরায় যাই। সেখান থেকে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ইজিবাইকে উঠি। পথে একটি মাইক্রোবাস ইজিবাইকের গতিরোধ করে।
“এ সময় অস্ত্রের মুখে কয়েকজন হাতকড়া পরিয়ে আমাকে গাড়িতে তোলেন। এক পর্যায়ে আমার চশমা ভেঙে গেলে চোখ বেঁধে ফেলেন তারা। কারণ জানতে চাইলে আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করা হবে বলে মারধর করা হয়।
“পরে আমার কাছে থাকা টাকা লুট করে নিয়ে প্রায় দুই ঘণ্টা পর কেরাণীগঞ্জের রোহিতপুর এলাকায় নামিয়ে দিয়ে চলে যায় তারা।”
এ ঘটনায় ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন বলে জানান সহকারী পুলিশ সুপার আনম ইমরান।
পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে; অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আজকালের খবর/ এমকে