প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১১:১৫ PM
রাজধানীতে পুলিশের পোশাক পরে অস্ত্র দেখিয়ে ছিনতাই করার সময় সাবেক এক পুলিশ সদস্যসহ তিনজন হাতেনাতে ধরা পড়েছেন।
মঙ্গলবার ভোরে হাতিরঝিল থানা এলাকার চৌধুরীপাড়া থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন- মো. হাকিম উদ্দিন, মো. শহিদ ও আল আমিন মাতুব্বর। এর মধ্যে হাকিম পুলিশের সাবেক নায়েক; ২০২২ সালে চাকরিচ্যুত হন।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, চাকরি হারানোর পর থেকে অন্যদের নিয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করে আসছিলেন হাকিম। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলাও রয়েছে।
ভোরে তারা তিনজন মোটরসাইকেলে চৌধুরীপাড়ার একটি বাসার সামনে এসে অস্ত্র দেখিয়ে ছিনতাই করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
তাদের কাছ থেকে পুলিশের পোশাক, জুতা, দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে বলে ওসি জানান।
‘পুলিশ পরিচয়ে প্রতারণা’, আরও একজন গ্রেপ্তার
ঢাকার উত্তরখান এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘পুলিশ পরিচয়ে’ প্রতারণা করে আসছিলেন বলে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এনামুল হক মনি নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে উত্তরখানের হযরত শাহ কবির মাজার জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, এনামুল ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরি’ করছিলেন। পুলিশের টহল টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। সেসময় তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে ফেললে পকেটে পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার নামে ঢাকার শাহ আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা রয়েছে। হত্যা মামলাও রয়েছে ময়মনসিংহের কোতয়ালী থানায়।
আজকালের খবর/ এমকে