শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
পুলিশের পোশাক পরে ছিনতাই করার সময় হাতেনাতে ধরা ৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১১:১৫ PM
রাজধানীতে পুলিশের পোশাক পরে অস্ত্র দেখিয়ে ছিনতাই করার সময় সাবেক এক পুলিশ সদস্যসহ তিনজন হাতেনাতে ধরা পড়েছেন।

মঙ্গলবার ভোরে হাতিরঝিল থানা এলাকার চৌধুরীপাড়া থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন- মো. হাকিম উদ্দিন, মো. শহিদ ও আল আমিন মাতুব্বর। এর মধ্যে হাকিম পুলিশের সাবেক নায়েক; ২০২২ সালে চাকরিচ্যুত হন।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, চাকরি হারানোর পর থেকে অন্যদের নিয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করে আসছিলেন হাকিম। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলাও রয়েছে।

ভোরে তারা তিনজন মোটরসাইকেলে চৌধুরীপাড়ার একটি বাসার সামনে এসে অস্ত্র দেখিয়ে ছিনতাই করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

তাদের কাছ থেকে পুলিশের পোশাক, জুতা, দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে বলে ওসি জানান।

‘পুলিশ পরিচয়ে প্রতারণা’, আরও একজন গ্রেপ্তার

ঢাকার উত্তরখান এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘পুলিশ পরিচয়ে’ প্রতারণা করে আসছিলেন বলে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এনামুল হক মনি নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে উত্তরখানের হযরত শাহ কবির মাজার জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, এনামুল ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরি’ করছিলেন। পুলিশের টহল টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। সেসময় তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে ফেললে পকেটে পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার নামে ঢাকার শাহ আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা রয়েছে। হত্যা মামলাও রয়েছে ময়মনসিংহের কোতয়ালী থানায়।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft