প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৮ PM
নেত্রকোণার পূর্বধলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবীর।
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান এবং বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল বসেছে। এবারের বিজ্ঞান মেলায় স্মার্ট ভিলেজ, স্মার্ট সিটি, আলট্রা মডার্ন বাংলাদেশ, ডিজিটাল স্মার্ট সোলার সিস্টেম, স্মার্ট স্কুল, গ্রীন হাউসে সিটি, ভূমিকম্পের সতর্কতামূলক যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী স্টলগুলোতে স্থান পেয়েছে। উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামীকাল বুধবার ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শেষে পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।
আজকালের খবর/বিএস