প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ PM
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
নিহতরা হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি ( ১৮)।
১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল জানান, টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, মঙ্গলবার সকালে ৩ নম্বর মধুরছড়া ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে টয়লেট থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ।
তিনি জানান, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
আজকালের খবর/বিএস