শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মুড়ারবন্দ মাজারে ৭৭৪তম বাৎসরিক ওরস শুরু
হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৩৯ PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরিফে তিনদিন ব্যাপী পবিত্র বার্ষিক ওরস  শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।  

জানা যায়, হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহ.) এর সিলেট বিজেতা হযরত শাহজালাল (রহ.) এর ভাগনা অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট যুদ্ধ অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি এবং সিলেটের প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রীষ্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। ফলে এই তরফ রাজ্যে চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ নামক স্থানে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহ.) পূর্ব-পশ্চিম রওজা শায়িত রয়েছেন। 

সিলেটে ৩৬০ আউলিয়া মধ্যে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ হিসেবে দেশ-বিদেশে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসেন। আবার কেউ মানত করা নিয়ে এসে মিলাদ মাহফিল করতে দেখা যায়। 

প্রতি বছরের ন্যায় এবারও মাজার শরীফে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস কমিটি পরিচালনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশে বিপুল সংখ্যক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক টিম কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ভাবে পরিচালিত হবে। ওরস কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ জানুয়ারি ভোর সকালে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী সৈয়দ সফিক আহমদ চিশতী সফি গিলাফ চড়ানো মধ্য দিয়ে প্রথমে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১৬ জানুয়ারি রাতে রওজা গোসল শেষে রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে ৭০৪তম বার্ষিক পবিত্র ওরস সমাপ্তি হবে। 

ওরস উপলক্ষে এবারও দেশের বিভিন্ন স্থানের আশেকান ভক্তবৃন্দকে মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহ.) সহ ১২০ আউলিয়া দরবার শরীফে শান্তিপূর্ণভাবে পবিত্র বার্ষিক ওরস সফল করার লক্ষ্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী।

ওরস কমিটির সভাপতি এম এ মালেক বলেন- ইতিমধ্যে ওরস সফল করার লক্ষ্যে আমাদের সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, প্রশাসনের সহযোগিতায় অতীতের ন্যায় এবারও বাস্তাবায়ন হবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ভ্যাট বাড়ানোকে অবিবেচক বললেন ড. দেবপ্রিয়
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft