শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ইবিতে শিবিরের উদ্যোগে ৫ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১০:৫০ AM আপডেট: ১৪.০১.২০২৫ ১০:৫৭ AM
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে দীর্ঘদিন পর পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উৎসবটি শুরু হয়। এটি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টল খোলা থাকবে।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরের সামনে কাপড়ের ছাউনীর একটি প্যান্ডেল বানানো হয়েছে। এর চারদিকে টেবিল দিয়ে বানানো হয়েছে স্টল। সেখানে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, চাবির রিং, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সাজানো রয়েছে। সেখান থেকে পছন্দ অনুযায়ী জিনিস ক্রয় করছেন শিক্ষার্থীরা।

প্রকাশনা উৎসবের বিষয়ে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, একজন ছাত্রশিবিরের কর্মী কী কী বই পড়ে তা সবার সামনে উন্মুক্ত করাই উৎসবের উদ্দেশ্য। আমাদের একজন কর্মী থেকে সাথী ও সদস্য পর্যন্ত যা পড়া লাগে তা দেখানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা দেখুক আমাদের সিলেবাসটা যেহেতু অনেকের ধারণা না থাকায় অন্যরকম মনে করতে পারে। শিক্ষার্থীরাই সিন্ধান্ত নিবে আসলে আমরা জঙ্গিবাদী বই অনুসরণ করি নাকি দেশপ্রেমিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করতেছি। আমরা মাসিক একটা করে উৎসব রাখার চেষ্টা করবো। হতে পারে সাইন্স ফেস্ট, বিষয় ভিত্তিক কার্যক্রম ফুটিয়ে তোলা। আমরা শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করব। 

এবছর আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বাণী ও বিখ্যাত ব্যক্তিদের উক্তি উল্লেখ থাকে। এগুলো শিক্ষার্থী ভাইবোনদের মাঝে ইসলামি মূল্যবোধ সৃষ্টি করে থাকে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
ইউটিউবে আসছে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft