শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
অর্ধকোটি টাকা লুট
ডিবি পরিচয়ে প্রাণ গ্রুপের গাড়িতে ডাকাতি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৯:৫৫ AM
গাজীপুর নগরে ডিবি পুলিশ পরিচয়ে প্রাণ-আরএফএল গ্রুপের একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৫৫ লাখ টাকা লুট করেছে বলে দাবি প্রাণ গ্রুপের এক কর্মকর্তার।

এ ছাড়া ডাকাতদের মারপিটে গাড়িতে থাকা প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা আহত হয়েছে।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে নগরের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান।

আহত মো. হেলাল উদ্দিন (৫৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বিকে বাড়িতে প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো রয়েছে। দুপুরে সেখান থেকে হেলাল উদ্দিন বস্তায় টাকা ভরে একটি নোয়া মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন।

হেলাল উদ্দিন বলেন, “ঢাকায় যাওয়ার পথে দুপুর সোয়া ২টার দিকে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি আমাদের মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেন। তাদের সঙ্গে সাদা পোশাকে আরও আট থেকে ১০ জন ছিলেন।

“এ সময় চালক মুজিবুর রহমান গাড়ি থামান। পরে ডিবি পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক ও আমার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেন।”

মজিবুর চিৎকার করলে ডাকাতরা আরও মারধর করে টেনে হেঁচড়ে তাদের মাইক্রোবাসে তুলে চোখমুখ বেঁধে ও হাতকড়া পরায় বলে জানান হেলাল উদ্দিন।

তিনি বলেন, “বেলা সোয়া ৩টার দিকে ডাকাতরা তাদের নগরের বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে টাকার বস্তা নিয়ে অপর একটি গাড়িতে করে চলে যায়। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন আমাদের উদ্ধার করেন।”

ডাকাতদের নিয়ে যাওয়া বস্তায় ৫৫ লাখ ৪০ হাজার টাকা ছিল বলে দাবি প্রাণ-আরএফএল গ্রুপে কর্মকর্তা হেলাল উদ্দিনের।

ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীদের নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলা কোন থানায়

ঘটনাস্থলটি পড়েছে জয়দেবপুর থানা ও গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানার মধ্যবর্তী এলাকায়। ফলে কোন থানায় মামলা হবে, তা সোমবার মধ্যরাত পর্যন্ত মীমাংসা হয়নি।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলটি সদর মেট্রোপলিটন থানা এলাকায় হওয়ায় সেখানেই মামলা করতে বলা হয়েছে।”

অন্যদিকে সদর মেট্রোপলিটন থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “আমাদের দুজন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাস্থল কোন থানায় পড়েছে, সেটি যাচাই করে রাতেই মামলা নেওয়া হবে।”


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft