প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৫৯ PM আপডেট: ১৩.০১.২০২৫ ৭:৫৩ PM
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ও জাসাস নেতা শানু শিবা।
নির্বাচনে লায়ন এম নজরুল ইসলাম (২৩৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পেয়েছেন ১৪০ ভোট। এ ছাড়াও অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট।
কার্যকরী সদস্য পদে শানু শিবা (২৮৮ ভোট), অপূর্ব রায় (২৮০ ভোট), আজিজ আহম্মেদ পাপ্পু (২৪৯ ভোট), শাহ মো. আলমগীর বাচ্চু (২৩৬ ভোট), মো. এনামুল হক শাহ্ (২৩৩ ভোট), এম এ কামাল (২২৫ ভোট), মো. আব্দুল্লাহ জোয়াদ (২২২ ভোট), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২১৭ ভোট), মো. রফিক উদ্দিন (২১৬ ভোট), হানিফ আকন দুল্লাল (২০৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ৬২৬ ভোটারের মধ্যে ৪৬৭ জন ভোটার ভোট প্রদান করেন।
প্রযোজক খোরশেদ আলম খসরু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। শনিবার আইইবি’র ওই ভবনে সকাল দশটায় প্রথম অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/আতে