শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ফিল্ম ক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন শানু শিবা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৫৯ PM আপডেট: ১৩.০১.২০২৫ ৭:৫৩ PM
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ও জাসাস নেতা শানু শিবা।

নির্বাচনে লায়ন এম নজরুল ইসলাম (২৩৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পেয়েছেন ১৪০ ভোট। এ ছাড়াও অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট।

কার্যকরী সদস্য পদে শানু শিবা (২৮৮ ভোট), অপূর্ব রায় (২৮০ ভোট), আজিজ আহম্মেদ পাপ্পু (২৪৯ ভোট), শাহ মো. আলমগীর বাচ্চু (২৩৬ ভোট), মো. এনামুল হক শাহ্ (২৩৩ ভোট), এম এ কামাল (২২৫ ভোট), মো. আব্দুল্লাহ জোয়াদ (২২২ ভোট), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২১৭ ভোট), মো. রফিক উদ্দিন (২১৬ ভোট), হানিফ আকন দুল্লাল (২০৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ৬২৬ ভোটারের মধ্যে ৪৬৭ জন ভোটার ভোট প্রদান করেন।

প্রযোজক খোরশেদ আলম খসরু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। শনিবার আইইবি’র ওই ভবনে সকাল দশটায় প্রথম অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft