প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৪:০৩ PM
বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের নেতৃত্বে এ শোভাযাত্রায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুর্জু রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার আজিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনে ছিলো বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং শহীদদের জন্য দোয়া, রক্তের গ্রুপ নির্ণয়, সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিকালে পুতুল নাচ ও কলতান বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল এবং নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা এবং চারুকলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, প্রাণ-প্রকৃতির আবাসস্থল, প্রকৃতির লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ ৫৫ বছরে পদার্পণ করলো। দুর্ভাগ্যক্রমে এই পরিবেশ আমরা হারিয়ে ফেলেছি। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিদ্যালয়ও বৈষম্যমুক্ত, অবিচারমুক্ত একটা বিদ্যাপীঠ হিসেবে আবির্ভুত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ তারই বহিঃপ্রকাশ। সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা।
প্রসঙ্গত, দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশসেরা শিক্ষক ও গবেষকদের নেতৃত্বে অসংখ্য অর্জনের মাধ্যমে খ্যাতি অর্জন করেছে এ বিদ্যাপীঠ।
আজকালের খবর/ওআর