প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:৫০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, তা সফল না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জবি শিক্ষক সমিতি। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এ কথা জানান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষক সমিতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে, যা অবিলম্বে দূর করা প্রয়োজন।’
শিক্ষার্থীদের দাবিগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আহ্বান জানান।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা।
২. অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা।
৩. অস্থায়ী আবাসন না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান।
৪. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা।
প্রসঙ্গত, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রবিবার সকাল থেকে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
অজকালের খবর/ওআর