শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
দাবি না মানলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:০৬ PM আপডেট: ১৩.০১.২০২৫ ৩:০৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে, সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একে এম রাকিব বলেন, আমরা আজকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে, তাহলে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করবো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ বলেন, আমাদের সুস্পষ্ট তিনটি দাবি ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই প্রশাসন। তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো-সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি। আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি।

এদিকে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণ-অনশন পালন করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করছেন তারা।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ, আর্টস ফ্যাকাল্টির ভবনগুলোতে তালা ঝুলছে। পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে বসে গণ-অনশন কর্মসূচি পালন করছেন।

সংবাদ সম্মেলনের আগে অনশনরত শিক্ষার্থী শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, গতকাল (রবিবার) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে। যেখানে গতকালই ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সর্বমোট ১৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের ৩ দফা দাবি পালন করা না হবে, ততদিন আমরা এই অনশন কর্মসূচি পালন করবো।

শিক্ষার্থীদের তিন দফা হলো-


১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়াল ভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft