প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ PM
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ভুয়া পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মনোহর আলী অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ (২৯), পিতা আশরাফুল ইসলাম, সাং পবন ভাঙ্গা, থানা-আত্রাইল, জেলা-নওগাঁ-বলিয়া। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে বসবাস করছিলেন বলে স্বীকার করেছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ডিএমপি পোশাকের একটি জ্যাকেট, এক সেট ইউনিফর্ম, একটি ট্র্যাকস্যুট জ্যাকেট, কাভারসহ একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, একটি ইউনিফর্মের বেল্ট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়ে আরও তদন্ত চলছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।
আজকালের খবর/ওআর