শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
জিহ্বায় ফোস্কা সারাতে ঘরোয়া উপায়
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১০:৩৯ AM
সাধারণত গরম কিছুতে ছেঁকা লাগলে বা ফুটন্ত খাবার-পানীয়ে খেতে গিয়ে জিহ্বায় ফোস্কা পড়তে পারে। তা আবার অনেক সময় নিজে থেকে সেরেও যায়। তবে চিকিৎসকরা বলছেন, শরীরে নির্দিষ্ট কোনো ভিটামিন বা খনিজের অভাব হলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। জিহ্বায় ফোস্কা পড়লে ব্যথা তো হয়ই, খেতে গেলেও জ্বালা করে। 

নিরাময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। পাশাপাশি, ঘরোয়া কিছু উপায়ও অবলম্বন করে দেখা যেতে পারে।

ঘরোয়া উপায়ে এই রোগ নিরাময় সম্ভব?

১) গার্গল:

ঈষদুষ্ণ পানিতে এক চিমটে লবণ বা হলুদ দিয়ে গার্গল করা যেতে পারে। এই দু’টি উপাদানের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। এগুলো জিভে ব্যাক্টেরিয়া-ঘটিত সংক্রমণ নিরাময়ে দারুণ কাজ করে।

২) অ্যালো ভেরা:

জিহ্বার যে যে অংশে ফোস্কা পড়েছে, সেখানে অ্যালো ভেরা জেল মাখিয়ে রাখুন। মিনিট দুয়েক পর পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। যেকোনো ক্ষত সারিয়ে, দ্রুত সেখানে নতুন কোষ তৈরি করতে আ্যালো ভেরা দারুণ কাজ করে।

৩) মধু:

ক্ষতস্থানে মধুর প্রলেপ দেওয়া যেতে পারে। মধুতে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। এ ছাড়া মধু অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই নিয়ম মানলে দ্রুত সমস্যার সমাধান হবে।

৪) নারকেল তেল:

অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ নারকেল তেল। জিভের ফোস্কা সারাতে ঘরোয়া পদ্ধতি হিসেবে এই উপাদানটিও দারুণ কাজে দেয়।

৫) ক্যামোমাইল টি:

ভেষজ গুণে সমৃদ্ধ ক্যামোমাইল চা স্নায়ুর উত্তেজনা প্রশমিত করে। অনিদ্রাজনিত সমস্যাতেও এই চা বেশ উপকারী। অনেকেই হয়তো জানেন না, ক্যামোমাইলে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে প্রচুর পরিমাণে। তাই জিভের ফোস্কা সারাতে এই পানীয়টি বেশ কাজের।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft