শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১০:২৯ AM
দেশের ক্রিকেট থেকে সাকিব অধ্যায় মোটামুটি শেষ হয়ে গিয়েছিল ভারত সফরের মধ্য দিয়ে। জাতীয় দল নির্বাচকরা এখন তাঁকে নিয়ে চিন্তাও করেন না। জাতীয় দলে ফেরা ইস্যুতে সাকিবকে নিয়ে যেটুকু আলোচনা ছিল, তা মিডিয়ার কারণে। বাঁহাতি এ অলরাউন্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া.. প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যা কিছু বলেছিলেন, তা বলার জন্যই বলা। বিসিবির নির্দেশনা না থাকায় নির্বাচকদের পরিকল্পনায় সাকিব ছিলেনই না। 

বাঁহাতি এ অলরাউন্ডারকে দলে না রাখা নিয়ে যেটুকু বিতর্কের সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে। তামিম ইকবালের সঙ্গে নির্বাচকদের যে মিটিং হয়েছে, তাও ছিল দোষ ফুরানোর। বিসিবি যেমন দোষ ফুরিয়েছে, তেমনই তামিম সব আলোচনা থামিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে। 

দেশের সেরা দুই তারকা ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকলেও পঞ্চপাণ্ডবের প্রতিনিধিত্ব করবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ধারাবাহিক ব্যর্থতার কারণে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না বলে জানা গেছে। উইকেটরক্ষক এ ব্যাটারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের ওপর। কন্ডিশন এবং ব্যাটিং-বোলিং সংমিশ্রণ মাথায় রেখে বোলিং বিভাগ সাজানো হতে পারে চার পেসার দিয়ে। 

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিবকে দেখা যেতে পারে ১৫ জনের দলে। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচনের মার্কিংয়ে হাসান মাহমুদ থেকে বেশি মার্কস পেয়েছেন তানজিদ সাকিব। এ ছাড়া এক দিনের দলে খুব একটা পরিবর্তন নাও হতে পারে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেন থাকতে পারেন। বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে পারভেজ হোসেন ইমনকে। ওয়েষ্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন তিনি। ৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক না করেও বৈশ্বিক টুর্নামেন্টে সুযোগ পাওয়া পারভেজ ইমনকে সৌভাগ্যবানই বলতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলের আনুষ্ঠানিক অনুমোদন পেতে বিসিবি সভাপতির সঙ্গে নির্বাচকদের মিটিং হয়ে গেছে। জাতীয় দল-সংশ্লিষ্ট একজন জানান, সভাপতি দল অনুমোদন করেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আইসিসিতে মেইলও করা হয়ে থাকতে পারে। জানা গেছে, আজ বেলা ১১টায় দল ঘোষণা করার পরিকল্পনা আছে বিসিবির। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চান, আজ যে দলটি ঘোষণা করা হবে, সেখান থেকে কৌশলে কোনো ক্রিকেটারকে যেন বাদ না দেওয়া হয়। বিসিবি ও নির্বাচক প্যানেলও শান্তর চাওয়ার সঙ্গে একমত। অর্থাৎ নাজমুল হাসান পাপনের বোর্ডের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান তারা। তাই ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকলেও খেলোয়াড়দের চোট বা বড় কোনো সমস্যা ছাড়া হাত দেওয়া হবে না। 

বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০১৭ সালে ইংল্যান্ডে সেমিফাইনাল। খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজারা। এবার ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়লেও শান্তদের স্বপ্ন আকাশছোঁয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
ইউটিউবে আসছে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft