প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ PM
পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক যুব সংগঠন ‘বাংলাদুয়ার যুব সমাজ’ ও ‘বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটি’র উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আসর হতে নাজিরা বাজারের মাজেদ সরদার নতুন সড়ক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে বাংলাদুয়ার জামে মসজিদের মুতাওয়াল্লি ও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্ব করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্ঠা ও মাদরাসাতুল হাদিস ও নাজিরা বাজার বড় জামে মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
তাফসিরুল কোরআন মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও এনটিভির আলোচক শাইখ ড. সাইফুল্লাহ আল মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাইখ ইমাম হোসাইন, মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার মুহাদ্দিস শাইখ আব্দুল মোমিন বিন আব্দুল খালেক। বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম শাইখ আবদুল মালিক, বাংলাদুয়ার জামে মসজিদের খতিব শাইখ ড. আহসানউল্লাহ বিন সানাউল্লাহ, নাজিরা বাজার বড় জামে মসজিদ খতিব শাইখ হাফেজ শামসুল হক শিবলী, মাদ্রাসাতুল হাদিস মুহাদ্দিস শাইখ মাহবুবুর রহমান মাদানী। এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ঠ ওলামায়ে কেরামবৃন্দ।
তাফসিরুল কোরআন মাহফিলে সঞ্চালনায় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের লিস্যান্স ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিসের ভাইস-প্রিন্সিপাল শাইখ আল-আমিন মাদানী, বাংলাদুয়ার জামে মসজিদ খতিব হাফেজ আব্দুল হামিদ ও বাংলাদুয়ার জামে মসজিদ ইমাম শাইখ মাওলানা ইলিয়াস।
বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটি ও বাংলাদুয়ার যুব সমাজ আয়োজিত মাহফিলে সংগঠনে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক ইহতিয়াজ ইউসুফ সাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হারুনুর রশিদ, বাংলাদুয়ার জামে মসজিদ কমিটির হাবিবুর রহমান খেলন, মো. নাসির উদ্দিন, মো. মাসুম, আরমান আলী লিটন, হাফেজ ফেরদৌস ওয়াহিদ জিতু, বাংলাদুয়ার যুব সমাজের সভাপতি মো. তারেক বিন সালাম, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ তাওহীদী জনতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে তাফসীরুল কোরআন মাহফিলে চত্বর। অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
আজকালের খবর/আরইউ