শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানিকে গুলি, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ PM
ঢাকার অদূরে আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা দোকানিকে মারধরের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন- মাসুদ পারভেজ রানা (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রতিটি দোকান থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় সৈনিক ইসলাম শাহীন দোকানে চা বিক্রি করছিলেন। প্রতিদিনের মতো তার কাছে চাঁদা চাইলে, তিনি দিতে রাজি হননি। তখন চাঁদা আদায়কারীরা তাকে মারধর করেন। একপর্যায়ে শাহীন দৌড় দিলে তৈয়ব নামে একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে বাম পায়ে গুলি লাগে শহীনের।  তখন তিনি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় তাকে।

এ ঘটনায় গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

ওসি নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft