শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
জানাতে এসেছে ‘জিওগ্রাফিকা’
মাহমুদ নোমান
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:০৪ PM
ভাবছি হাঁটা শুরু করবো এখন থেকে, বেশ সময় খরচ করে ফেললাম! আবার ভাবছি সে কবে থেকে হাঁটছি সেই চেনা অচেনা গলিপথ ধরে; অজানাকে জানার জন্য হাঁটা, অধরাকে ধরার আকুতি, লোকে বলে- অভিযাত্রী...হ্যাঁ, সেই অভিযাত্রার আকুলতা উদযাপন চমৎকার পৃষ্ঠাজুড়ে মুদ্রিত করে সেঁটে দেওয়ার কাজটি করে যাচ্ছে মনে হয়েছে নতুন একটি জার্নাল পাঠের মাধ্যমে; বৈপ্লবিক চেতনের অভিযাত্রী জ্যোতির্ময় ধরের সম্পাদন নির্বাহে অনিন্দ্য সুন্দর প্রকাশনায়Ñ ‘জিওগ্রাফিকা’...

জ্ঞানের দিগন্তে আপনার সহযাত্রী ‘জিওগ্রাফিকা’ পরিবেশ প্রকৃতি, পর্বতারোহণের দৃশ্য কাব্যের মিতালি ঘটন, সোজা কথায়- বিশ্বকে জানার ও জানানোর জার্নাল হয়ে উঠার তেজোময় পথচলা। 

উপরোক্ত কথাসব বলার কারণ হলো জিওগ্রাফিকা জার্নালের দ্বিতীয় সংখ্যাটি হাতে পেয়ে আমি বেশ আশ্চর্য, জিওগ্রাফিকা জার্নালের জাদুকরী উপস্থাপনে নিজের অভিযাত্রার মন মুহূর্ত টেনে টেনে নিয়ে গেছে দৃশ্য থেকে দৃশ্যে এই আনাড়িকে, এখানেই ‘জিওগ্রাফিকা’র সফলতা বলতে পারি।

২. 

‘জিওগ্রাফিকা’র দ্বিতীয় সংখ্যাটি বিভিন্ন আঙ্গিকে পর্যালোচনায় বেশ সমৃদ্ধ ও সংগ্রহে রাখার মতো সংখ্যা; শুধু যে ভ্রমণসাহিত্য নিয়ে উৎসুক দৃষ্টি এটাতে আকর্ষিত হবে সেটি নয়, একজন সাহিত্যমনা পাঠকের কাছেও ‘জিওগ্রাফিকা’ সংগ্রহযোগ্য জার্নাল মনে করি, এটির সুসম্পাদনা ও বিষয়ের সাথে নতুনকিছু জানানোর বেশ কিছু উপাদান আছে বলেই; প্রতি পৃষ্ঠা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই সংখ্যাটি ছিল চট্টগ্রামের অভিযাত্রী এভারেস্ট ও লোৎসে বিজয়ী বাবর আলীকে প্রচ্ছদগল্পে সাক্ষ্য দিয়ে। এই সংখ্যায় বাবর আলীর তিনটি লেখা বেশ চমক জাগানিয়া। বাবর আলীর ভাষা বেশ অল্পতে টানতে পারে পাঠককে। 

এমনকি যুৎসই শব্দের ব্যবহার আলাদা করেছে বাবর আলীকে। শিরোনামগুলো হলো- এভারেস্ট ও লোৎসে বিজয়ের দিনলিপি, মাউন্ট আমা দাবলাম- মায়ের গলার হার অভিযান, সাইকেলের সওয়ারি— ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী’ বাবর আলী নিজের অভিযাত্রিক জ্ঞান দিয়ে বেশ আকর্ষণীয় সংখ্যা করে তুলেছে। এরপরে এলিজা বিনতে এলাহীর— ‘কেনিয়ার প্রত্নস্থল পরিভ্রমণ’ কিংবা তারেক অণুর লেখা— ‘ভিনগ্রহের দ্বীপ স্পিটসবের্গেন’ লেখা দুটি জমিয়ে দিয়েছে এই সংখ্যাটিকে। 

এলিজা বিনতে এলাহীর বর্ণনা কৌশলে আমিও কেনিয়ার প্রত্নস্থলে উনার সঙ্গী হয়ে গেছি পাঠের মধ্যে; এই পর্যন্ত চমকে সংখ্যাটি শেষ করেননি জ্যোতির্ময় ধর মহোদয়, আব্দুল মোমিন ও রাজেশ চক্রবর্তীর ছবির গল্পে খানিক দম ফেলা যেন দৃশ্যের মোহন জালে; এরপওে দীপেন ভট্টাচার্যের বিজ্ঞানের কথা- ‘পূর্ণগ্রহের বিস্ময়’ লেখাটি আরেক চুমুক বৈপ্লবিক সৌন্দর্য সাধন, এরমধ্যে দ্বৈপায়ন পাল লিখেছেন ‘চট্টগ্রামের খ্রিস্টান সমাধি’ শিরোনামে তাৎপর্যপূর্ণ লেখাটি; এইসবে শেষ তবু করলো না, দেবাশীষ বল দিলেন আরেক টিউন বাজিয়ে— ‘ম্যালরি-ই কি প্রথম এভারেস্ট আরেহণকারী? দীর্ঘ প্রতীক্ষিত রহস্যের বিলম্বিত সমাধান’ শীর্ষক লেখাটি! এতসব এক সংখ্যায় পেয়ে পাঠক হিসেবে আমার তো বেশ খুশিতে উড়া ধুরা নাচন অবস্থা আর সমৃদ্ধ হওয়ার আকুলিত পরাণ, তখনি নির্বাহী সম্পাদক জ্যোতির্ময় ধর আর সালেহীন আরশাদী লিখলেন সম্পাদকীয় অবস্থানপত্র যেনÑ ‘বাংলাদেশে পর্বত আরোহণের ভবিষ্যৎ কী?...

অনেকদিন পরে একটা জার্নালে নিজেকে সঁপে দিয়ে এতই যে সম্মৃদ্ধ হয়েছি পাঠকদের কাছে ‘জিওগ্রাফিকা’র কথা না- বললেই অপরাধবোধ হতো, এইজন্যই বলছি তাড়া নিয়ে সংগ্রহ করুন- ‘জিওগ্রাফিকা’...আপনার মুঠো ভরে যাবে অকৃত্রিম ঐশ্বর্যে...

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft