শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মুখ ফসকে অতিরিক্ত কিছু বলে থাকলে দুঃখ প্রকাশ করছি: সাইদুর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:৩৯ AM
‘সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য নিহতের পর সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ত্বরান্বিত হয়েছে।’ এক মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সকাল থেকে ফেসবুকে প্রচার হতে থাকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও। এতে সাইদুর রহমান বাচ্চুকে বলতে শোনা যায়, ২০২৪ সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি ১৫ জন পুলিশ নিহত না হতো, তাহলে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে,  বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে, ২০২৪ সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি।

এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে অনেকেই ক্যাপশনে লিখেছেন, কারা পুলিশ হত্যা করেছিল সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মুখেই শুনুন। অথচ এই পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস এখন জেলে’। ফেসবুকে এসব পোস্ট ও মন্তব্যের পর তার বক্তব্যের পক্ষে-বিপক্ষে দিনভর আলোচনা করছেন নেটিজেনরা।  

এ ঘটনার পর শুক্রবার রাতে নিজের ফেসবুকে পোস্ট করা ৯ মিনিট ১৬ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সাইদুর রহমান বাচ্চু বলেন, বৃহস্পতিবার মিল্কভিটার এক অনুষ্ঠানে  একটি বক্তব্যে আমি বলেছিলাম সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন পুলিশ নিহত হয়েছে। সেই নিহতের মধ্যে দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেঙে গেছে। মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে সারাদেশের আন্দোলন ত্বরান্বিত হয়েছে। দুঃখের সাথে বলতে চাই, আমার সেই বক্তব্যটাকে আওয়ামী লীগের একজন দালাল ফ্যাসিস্ট সাংবাদিক তুষার আব্দুল্লাহ, যিনি বর্তমানে দেশে নাই, তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে বর্তমানে কাজ করছেন। হীন উদ্দেশ্য সফল করার লক্ষ্যে আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এমনকি সেই বিকৃত ভিডিও ক্লিপ সিরাজগঞ্জসহ বিভিন্ন সাংবাদিকদের কাছে পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্যমূলক বিকৃত বক্তব্য প্রচারের তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, এরপরও আমি যদি আমার ‘স্লিপ অফ টাং’ বা ‘হঠাৎ মুখ ফসকে’ অতিরিক্ত কিছু বের হয়ে থাকে, সেজন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।” বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অশুভ ও উদ্দেশ্যমূলক যড়যন্ত্র হচ্ছে দাবি করে নেতাকর্মীদের সর্তক থাকার জন্য আহ্বান জানান তিনি।     

জানা যায়, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে মিল্কভিটা অফিসে রমজানে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষে মিল্কভিটার উদ্যোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের উপস্থিতিতে সমবায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওই বক্তব্য দেন বিএনপি নেতা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। বক্তব্যটি তাঁর নিজের ফেসবুকেও পোস্ট করেন। তবে পরের দিন শুক্রবার ফেসবুকে এ নিয়ে নানা আলোচনার পর ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওটি শেষ পর্যন্ত আর দেখা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট ও থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার ২১ দিন পর পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় স্থানীয় চারজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সাবেক মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে ৫ জানুয়ারি এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft