বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি জাহিদ মোড়ল।
শুক্রবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুর থানা এলাকার জেনেভা ক্যাম্প বাজারের সামনে এ কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান ঢালী প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। তিনি সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া চান। এ সময় নেতৃবৃন্দের কাছে জাহিদ মোড়লের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি বলেন, মোহাম্মদপুরে বিএনপির এতো শক্তিশালী নেতারা থাকতেও ঢাকা-১৩ নির্বাচনী আসনে সব সময় বহিরাগতদের মনোনয়ন দেওয়া হয়। আমরা আগামী নির্বাচনে স্থানীয় যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাই। তাহলে এলাকার মানুষ সঠিক নেতৃত্ব পাবে।
আতাউর রহমান ঢালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-১৩ আসনে কাজ করবেন। মাদক, কিশোর গ্যাং নির্মূলে ও ঢাকা ১৩ আসনের সৌন্দর্য বর্ধনে কাজ করবেন। গরিব, মেহনতি, দুস্থ মানুষের সব সময় পাশে থাকবেন।
নেতাদের বক্তব্য শেষে যুবদল নেতা জাহিদ মোড়ল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। সাধারণ মানুষ কম্বল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, ৩২ নম্বর ওয়ার্ডের জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এই জেনেভা ক্যাম্প থেকে মাদক ক্যানসারের মতো পুরো মোহাম্মদপুর এলাকায় ছড়িয়ে পড়ছে। এই ব্যাধি রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের নির্মূল করতে হবে। আমরা এ অঙ্গীকার করেই এসেছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যহত থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদক ও সন্ত্রাসমুক্ত সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। মাদক কারবারি ও সমাজে বিশৃঙ্খলাকারীদের সঙ্গে কোনো আপস নেই। তাদের দেখামাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মো. শাহ জামাল বাবু সদ্য সাবেক সাধারণ সম্পাদক শেরেবাংলা নগর থানা যুবদল, মোহাম্মদ আইয়ুব আলী সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদপুর থানা যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটন, মোকসেদুল হাসান মিন্টু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদপুর থানা যুবদল, মো. রুবেল আহ্বায়ক ৩২ নম্বর ওয়ার্ড যুবদল, মো. হাসান সদস্য সচিব ৩২ নম্বর ওয়ার্ড যুবদল।
থানা যুবদল নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস