শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
তিস্তা ব্যারেজের সেচ কার্যক্রম উদ্বোধন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ PM
দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের রবি মৌসুমের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে নীলফামারীর ডিমলা ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার টি ওয়ান টি ক্যানেলের জলকপাট উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা বাবু অমলেশ চন্দ্র রায়, ডালিয়া পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী  অমিতাভ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া এর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদীন, সহকারী প্রকৌশলী মোঃ সোহেল রানা, ও  যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন আক্তার, ডালিয়া পাউর কর্মকর্তা ফিরোজ কবির,আব্দুল আলিম, আপেল, নুর আলম, প্রমুখ। 

রংপুর বাপাউবো উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অমলেশ চন্দ্র রায় জানান, এবারে সেচ সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার হেক্টর জমিতে। যা গত মৌসুমের চেয়ে ১০ হাজার হেক্টর জমি বেশি। এর মধ্যে নীলফামারী ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী সদর মিলে ৩৫ হাজার হেক্টর জমি, রংপুর ১২ হাজার হেক্টর জমি, দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় ৮ হাজার হেক্টর জমি। তবে আমাদের কিছু ক্যানেলের কাজ চলমান রয়েছে সেগুলো পুুনর্বাসন করা হলে আশা করি আমরা লক্ষ্যমাত্রা ছড়িয়ে আরও বেশি জমিতে সেচ সুবিধা দিতে পারব। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft