প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:০০ PM
জামালপুরের ইসলামপুরে যমুনার শাখা নদীর ওপর বলিয়াদহ ডেপরাইপ্যাচ এলাকায় নির্মিত আগারী ব্রিজটির বন্যা ও বর্ষণে এ্যাপ্রোজ থেকে মাটি সরে যাওয়ায় এবং নিচ থেকে মাটি উত্তোলনে ঝুঁকিতে রয়েছে। যে কোনে মুহূর্তে দুর্ঘটনার ঘটার শঙ্কা করছে পথচারীরা।
জনগুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন উপজেলা সদর থেকে পার্শ্ববর্তী মেলান্দহ, মাহমুদপুর, মাদারগঞ্জে উপজেলার হাজার মানুষ ও ভারি যানবাহন চলাচলসহ সংলগ্ন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়ক হওয়ায় সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বিগত দিনে বন্যা ও টানা বর্ষণে চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন আগাড়ী ব্রিজের এ্যাপোজের দুপার্শের অংশের মাটি ধসে গিয়ে একাধিক দূর্ঘটনা ঘটে। কোনোমতে মেরামত হলেও এবার আবারো ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো সংস্কার হয়নি। এতে পথচারীরা মাঝে মধ্যই দুর্ঘটনার স্বীকার হচ্ছে। অন্যদিকে নিচ থেকে মাটি উত্তোলনের ফলে ব্রিজটি দেবে যাওয়ার শঙ্কা রয়েছে। বিগত দিনে এই জায়গাতেই বন্যায় পুরো একটি ব্রিজ দেবে যাওয়ার কথা লোক মুখে শোনা গেছে। সরেজমিনে দেখা গেছে, এ্যাপোজের বেশিরভাগ মাটি ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে ভটভটি, ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়ি, মাহিদ্র ট্রাক্টরসহ বিভিন্ন ভাড়ি যানবাহন।
ভ্যানচালক আবুল কাসেম ও ইজিবাইকচালক ছাবের আলী বলেন, এই সড়ক দিয়ে ইসলামপুর উপজেলা বলিয়াদহ হয়ে মেলান্দহ-মাদারগঞ্জের গাড়ি ও লোক চলাচল করে। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা সড়কটি দ্রুত সংস্কার ও নিচ থেকে যাতে মাটি উত্তোলন না করার দাবি জানান।
চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম বিজয় বলেন, ব্রিজের এ্যাপ্রোজ বক্স থেকে সড়কটির মাটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। দ্রুত ব্রিজটির সংস্কার করা উচিত। উপজেলা এলজিইডি প্রকৌশলী আমিনুল হক বলেন, বলিয়াদহ সড়ক খুবই জনরুত্বপূর্ণ। বিগত সময়ে বন্যা ও অতিবৃষ্টির কারণে ব্রিজের নিচ থেকে মাটি পাশের খালে ধসে পড়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার করবো।
আজকালের খবর/ওআর