জুড বেলিংহাম ও রদ্রিগো গোয়েসের গোলে রিয়াল মায়োর্কার বিপক্ষে সহজে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে তাদের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা। উঠে গেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
এর আগে অ্যাথলেটিকো বিলবাওকে সহজে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও পাবলো গাভি কাতালানদের হয়ে গোল করেন। আগামী ১২ জানুয়ারি রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুপার ক্লাসিকো দেখা যাবে দুই দলের মধ্যে।
সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো গোয়েস ভালো একটি সুযোগ তৈরি করেন। কিন্তু তার হেড পোস্টে লেগে ফিরে আসে। জুড বেলিংহামও গোলরক্ষককে পরীক্ষা নিয়ে পরাস্ত হন।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বেলিংহাম রিয়াল মাদ্রিদকে প্রথম লিড এনে দেন। তার ওই গোলেই জয় দেখছিল লস ব্লাঙ্কোসরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান ২-০ হয়ে যায় মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভেলজেন্টের আত্মঘাতী গোলে। পরেই ব্যবধান ৩-০ করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস।
আজকালের খবর/ এমকে