শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বইমেলায় একাধিক প্রকাশনীর প্যাভিলিয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির দাবির প্রেক্ষিতে অমর একুশে বইমেলা-২০২৫-এর পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে ‘কালো তালিকাভুক্ত’ প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিল করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মেলা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যে সকল প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্ব সাহিত্য ভবন, শব্দ শৈলী।  অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন সাইজ ছোট করার সিদ্ধান্ত হয়েছে। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন, কবি আবদুল হাই শিকদার, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান, প্রকাশক প্রতিনিধি সাঈদ বারী, গফুর হোসেন, আবুল বাশার ফিরোজ, আরিফুর রহমান নাইম, মাহবুব রাহমান, জহির দীপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন। 

জুলাই বিপ্লবের পর থেকেই বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি ‘দালাল প্রকাশকদের’ কালো তালিকা করে তাদের বয়কটের জন্য সোচ্চার আন্দোলন গড়ে তুলে। এক পর্যায়ে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি এবং জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ যুক্তভাবে তিন সংগঠন ‘দালাল প্রকাশকদের‘ বাংলা একাডেমিতে প্যাভিলিয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন এবং প্রতীকী অনশন করে। তাদের দাবির প্রেক্ষিতে বুধবারের সভায় মেলা পরিচালনা পর্ষদ ‘দালাল প্রকাশকদের’ প্যাভিলিয়ন বাতিল করে। 

জানা যায়, এবার মেলার পরিধি আরো বাড়বে। নতুন প্রকাশক প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে প্রায় ১০০টি। পূর্বে প্রতিবছর চার থেকে সাড়ে চারশ প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে আসছে। এর মধ্যে প্যাভিলিয়ন ৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠান, চার ইউনিট ২৫টি প্রতিষ্ঠান, তিন ইউনিট ৫০টি প্রতিষ্ঠান, দুই ইউনিট ১৬৫টি এবং এক ইউনিট ১৬৬টি প্রতিষ্ঠান।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান বলেন, এটি আমাদের একার না সম্মিলিক নেতৃবৃন্দ ও সাধারণ প্রকাশকদের বিজয়। এজন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আগামী, অন্যপ্রকাশ ও অনুপমকে ছাড় দেওয়া যাবে না। তিনি বলেন, প্রকাশকদের প্রাণের দাবী স্টল ভাড়া অর্ধেক কমানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং আমাদের সকলকে জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে এগিয়ে যেতে হবে। 

বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন খান সকল প্রকাশককে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, স্টলভাড়া কমিয়ে আমরা ঘরে ফিরবো।  

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft