শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বিএনপির দুই নেতার বাসায় মুখোশধারীদের হামলা-ভাঙচুর
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১১:৪৮ PM
বরিশালে মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ভাঙচুর করেছে মুখোশধারীরা। বুধবার (৮ জানুয়ারি) রাত আটটার দিকে ৩০-৪০ দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। হামলার ঘটনায় কেউ আহত হয়নি। 

সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আকবর জানান, ৩০-৪০টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় সিদ্বান্ত নেয়া হবে। 

প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর ‘খান ভিলা’ নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সাথে যোগ দেয়। তারা সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে। 

ভুক্তভোগী বিএনপি নেতা জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় বাসায় থাকা স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার খবরে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপির মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক তারিন, এ্যাডভোকেট সরোয়ার হোসেনসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলের কোন লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত দুই নেতাই থানায় অভিযোগ দেবেন।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কারও নাম বলতে পারেনি ভুক্তভোগীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft