প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ PM
আগামী ১০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে শাহীন সুমন -শাহীন কবির টুটুল ও মুশফিকুর রহমান গুলজার - সাফিউদ্দিন সাফি পরিষদ। জয়ের ব্যাপারে দুই প্যানেলই আশাবাদ প্রকাশ করেছেন। নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় ভ্যেনু সংকটে ছিলেন প্রার্থীরা।
আগামীকাল বুধবার ভ্যেনু ঠিক করার পর গণমাধ্যম জানানো হবে বলে জানিয়েছেন নির্মারা কার্যনির্বাহী সদস্য প্রার্থী বদিউল আলম খোকন। নির্বাচনকে উৎসবমুখর করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান দুই প্যানেলের প্রার্থীরা।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘১০ জানুয়ারি ভোট হবে। আশা করছি, সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারব।’
চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা ও বি এইচ নিশান।
আজকালের খবর/আতে