প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৭:২০ PM
জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে ৮টি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণের ঘোষণা দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের একটি উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে ঢাকার ও ঢাকার বাইরের সৃজনশীল তরুণ প্রজন্ম যুক্ত হবে এবং দেশের বরেণ্য ও মেধাবী চলচ্চিত্রকারদের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দক্ষতা অর্জন করবে।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নবীন এবং প্রশিক্ষিত চলচ্চিত্রকর্মীদের সাথে নিয়ে আমাদের নির্বাচিত আটজন চলচ্চিত্রকার আটটি বিভাগীয় শহর থেকে এ বছর আটটি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন। এই উদ্দেশ্যে গত ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সার্চ কমিটি গঠিত হয়। এই সার্চ কমিটির লক্ষ্য ছিল আটজন চলচ্চিত্রকার নির্বাচন করা যারা ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা পরিচালনা করবেন এবং কর্মশালায় প্রশিক্ষিত জনবল নিয়ে আটটি চলচ্চিত্র তৈরি করবেন।’
এই নির্বাচিত পরিচালকগণ হচ্ছেন, ১. অনম বিশ্বাস, ২. হুমায়রা বিলকিস, ৩. নুহাশ হুমায়ুন, ৪. শঙ্খ দাশগুপ্ত, ৫. শাহীন দিল রিয়াজ, ৬. রবিউল আলম রবি, ৭. তাসমিয়াহ্ আফরিন মৌ, ৮. মোহাম্মদ তাওকীর ইসলাম।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, এই প্রজেক্টের মাধ্যমে আটটি বিভাগে ওয়ার্কশপ উন্মাদনা তৈরি হবে। এই ওয়ার্কশপের মাধ্যমে সারা দেশ থেকে ভবিষ্যতে অনেক ভালো ভালো পরিচালক উঠে আসবে। তারা একদিন বাংলাদেশের সিনেমায় অবদান রাখবে।
আজকালের খবর/আতে