প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ PM
বরগুনার পাথরঘাটায় ১ জানুয়ারি যুবদল নেতা নাসির হত্যার ঘটনায় খুনি হাসান ও রাব্বিকে ইসলামি আন্দোলনের কর্মী বলে মিথ্যাচারের প্রতিবাদে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সন্ধায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, খুনিদের ইসলামি আন্দোলনের ট্যাগ দেয়ার চেষ্টা দুরভিসন্ধিমূলক। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, সিনিয়র সহসভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নূরুল আলম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, সদস্য আবু সালেহ জিহাদী, দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এম মাহাদী হাসান আল হাদী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
আজকালের খবর/ওআর