শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬ জন আটক
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:৩৭ PM
নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে ছোটবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। 

এরপর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহরের নাগড়া এলাকার চিন্ময় সরকার, সহক্রীড়া সম্পাদক বড়বাজার এলাকার সন্দীপ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা, জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধু বণিক ওরফে বিশাল, পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায়, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও আওয়ামী যুব-জাগরণ মঞ্চ ও সদর উপজেলা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, আজ সকাল সাতটায় জেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে জেলা ছাত্রলীগ শহরে মিছিল করে। ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কৌশিক রায়ের নেতৃত্বে ২০ থেকে ২২ জন নেতা-কর্মী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ওই নেতা-কর্মীদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও দুজনের মাথা-মুখ মাফলার দিয়ে প্যাঁচানো ছিল। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নেত্রকোনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ছাত্রলীগের জন্মদিন, শুভ শুভ শুভদিন’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন।

নাম প্রকাশ না করার শর্তে মিছিলের প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সকাল সাতটার দিকে শহরের বড়বাজার এলাকায় কয়েকজন তরুণ একত্র হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে তারা ছোটবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। সেখান থেকে শহীদ মিনারের দিকে রওনা দেন। ছয় মিনিটব্যাপী মিছিল শেষে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে চলে যান।

প্রসঙ্গত, মিছিলকে কেন্দ্র করে আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলামের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এলাকাবাসী পরিস্থিতি সামাল দেন বলে তারা জানান। 

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে জনসাধারণকে আতঙ্কিত করার চেষ্টা করেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আটক ৬ জনসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft