মো. আলী হোসেন খান, জগন্নাথপুর
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:২৭ PM
গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লা।
চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে তিনি নিয়েছেন এমন উদ্যোগ।
রবিবার রাতে (২৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ইউএনও বরকত উল্লা উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য প্রথম এবং দ্বিতীয় দফায় ১৬০০ কম্বল বিতরণের জন্য এসেছে । আরও কম্বল আসবে। কিন্তু এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যে কারণে ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দ অনুযায়ী কম্বল দিয়ে বাকিটা প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকালের খবর/বিএস