শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
শত বছরের পুরনো বিশ্ব ঐতিহ্য কাঠের মমিন মসজিদ
ফাহিমা আক্তার, মঠবাড়িয়া
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৬ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা ইউনিয়নের বুড়িরচর গ্রামের ৬নং ওয়ার্ডে শত বছরের পুরনো কাঠের তৈরি মমিন মসজিদ। মসজিদটি প্রতিদিন দেখতে আসেন অসংখ্য মানুষ। এ মসজিদটি কাঠ দিয়ে তৈরি করা হয়। তাই স্থানীয়ভাবে কাঠ মসজিদ নামে পরিচিতি লাভ করে। 

মমিন মসজিদের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় শাল, সেগুন আর লোহা কাঠ। কাঠে লোহার প্যারেকের বদলে ব্যবহার করা হয়েছে কাঠের শলাকা। এ মমিন মসজিদের দৈর্ঘ্য ২৪ ফুট আর প্রস্ত ১৮ ফুট। মসজিদটির ভেতরে আলো-বাতাস ঢোকার এবং সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে পাটাতনের মাঝখানে তৈরি করা হয়েছে আরেকটি দোচালা টিনের ছাউনি। মসজিদে উত্তর আর দক্ষিণে দুটো করে জানালা এবং পূর্ব-পশ্চিমে চারটি করে জানালা রয়েছে। পূর্বদিকে একমাত্র প্রবেশদ্বারে কারুকার্যখচিত দুটি খাম্বাবিশিষ্ট দরজা রয়েছে। এতে মসজিদ নির্মাণের সূক্ষ্ম শিল্পকর্ম ফুটে উঠেছে। 

মমিন উদ্দিন আকন ১৯১৩ সালে এ মসজিদের নির্মাণকাজ শুরু করেন। পিরোজপুরের নেছারাবাদ থেকে হরকুমার নাথকে মাসিক ৪০ টাকা বেতনে প্রধান মিস্ত্রি হিসাবে নিয়োগ দিয়ে ২২ জন মিস্ত্রি সাত বছর ধরে নির্মাণকাজ শেষ করেন। ১৯২০ সালে নির্মাণকাজ শেষ হয়। মমিন উদ্দিন সবসময় নির্মাণকাজ পরিচালনা করতেন। এর কারুকাজ সবসময় পরীক্ষা করে দেখতেন। কারণ বহু দুষ্প্রাপ্য ও মূল্যবান কাঠ দিয়ে এটি তৈরি। 

বৈশিষ্ট্যমণ্ডিত এ মসজিদ দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। এটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করা হয়েছে। ইউনিসেফ প্রকাশিত বিশ্বের অনন্য মসজিদ নিয়ে প্রকাশিত ৪০০ পৃষ্ঠার একটি বইয়ে মসজিদটির সচিত্র বর্ণনা আছে। এছাড়া বরিশাল বিভাগের মধ্যে শুধু এ মসজিদের আলোকচিত্র ২০১৪ সাল থেকে জাতীয় জাদুঘরে স্থাপত্য গ্যালারিতে স্থান পেয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft